অটোগ্যাসের দাম কমলো মূল্য সংযোজন করের সমন্বয়ে
- By Jamini Roy --
- 23 January, 2025
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অটোগ্যাসের দাম কমানোর ঘোষণা দিয়েছে। বুধবার (২২ জানুয়ারি) এক আদেশে জানানো হয়, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্কের সাম্প্রতিক সমন্বয়ের ফলে অটোগ্যাসের দাম হ্রাস পেয়েছে। নতুন দাম লিটারপ্রতি ৬৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
বিইআরসি জানায়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর আওতায় এলপিজির ওপর আরোপিত ভ্যাটের হার পরিবর্তন করা হয়েছে। নতুন ভ্যাট ব্যবস্থায় অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৬৭ টাকা ২৭ পয়সা থেকে ৪২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৮৫ পয়সা করা হয়েছে।
বিইআরসি ব্যাখ্যা করে, এলপিজি মজুতকরণের পর মূল দাম ৫৩ টাকা ১৪ পয়সা, যার ওপর ৭.৫ শতাংশ ভ্যাট যোগ করে ৩ টাকা ৯৯ পয়সা ধার্য হয়েছে। অতিরিক্ত ৪ টাকা ৪১ পয়সা ভ্যাটসহ সর্বমোট ভোক্তা পর্যায়ে দাম ৬৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৪ জানুয়ারি বিইআরসি একটি আদেশে অটোগ্যাসের দাম বাড়িয়ে লিটারপ্রতি ৬৭ টাকা ২৭ পয়সা করেছিল। তবে এবার তা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হলো।
অটোগ্যাসের দামের পরিবর্তনের পাশাপাশি, গত ১৪ জানুয়ারি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। জানুয়ারি মাসের জন্য এই সিলিন্ডারের দাম ৪ টাকা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৪৫৯ টাকায় নির্ধারণ করা হয়।
নতুন দাম অবিলম্বে কার্যকর করা হয়েছে। বিইআরসি জানিয়েছে, পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে।
মূল্য হ্রাসের কারণে অটোগ্যাস ব্যবহারকারীরা কিছুটা আর্থিক স্বস্তি পাবেন। পাশাপাশি, ভ্যাট সমন্বয়ের মাধ্যমে এই দাম কমানো ভবিষ্যতে জ্বালানি খাতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এনার্জি রেগুলেটরি কমিশনের মতে, জ্বালানি খাতে স্বচ্ছতা এবং ভোক্তা পর্যায়ে সঠিক দামের প্রভাব নিশ্চিত করতেই এই সমন্বয় করা হয়েছে। একইসঙ্গে এলপিজি ব্যবহারে জনগণকে আরও উৎসাহিত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।